পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় রাবেয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের সরকারপাড়া এলাকা রেললাইনে এ ঘটনা ঘটে। মৃত রাবেয়া বেগম ওই এলাকার জালাল উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুরে উদ্দেশে ছেড়ে যাওয়া কাঞ্চন কমিউটার ট্রেনটি যাওয়ার সময় মাগুরা সরকারপাড়া এলাকায় গেলে রাবেয়া বেগম নামে ওই নারী রেললাইনে হাটার সময় ট্রেনে ধাক্কায় রেললাইনের পাশে ধানক্ষেতে ছিটকে পড়ে এবং তাকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে পঞ্চগড় মুক্তিরযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোশাররফ হোসেন ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।