বাহুবলে এসপি মোহাম্মদ উল্লাহ পিপিএম এর মাদক মুক্ত চা বাগান কর্মসূচি এগিয়ে চলছে।।মাদক মুক্ত ৩৬ পরিবারকে সম্মাননা প্রদান

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ পিপিএম জেলার ২৪ টি চা বাগানকে মাদক মুক্ত করতে প্রশংসনীয় কর্মসূচি নিয়ে এগুচ্ছেন। মাদকমুক্ত চা-বাগান গড়ার আন্দোলনকে জোরদার করতে চা বাগান গুলোতে মাদক মুক্ত পরিবার কে সম্মাননা দিয়ে মাদক বর্জনে উৎসাহিত করছেন। ০২ নভেম্বর বিকেলে বাহবল মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার আমতলী চা বাগানে এক মাদক বিরোধী সচেতনতামূলক বিট সভা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম। তিনি আমতলী চাবাগানের ৩৬ টি মাদক মুক্ত পরিবারের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট, শিক্ষা উপকরণ বিতরণ করেন।বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল- নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ পারভেজ আলম চৌধুরী, আমতলী চা বাগানের ব্যবস্থাপক সুহেল রানা পাঠান। সভায় বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউপির প্যানেল চেয়ারম্যান এখলাছুর রহমান, ইউপি সদস্য শ্রী কুমার কৈরী, আমতলী চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শামছুদ্দিন, কামাইছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি বিমল ভর প্রমুখ।