বাহুবলে ফ্রান্সে বিশ্ব নবী(সাঃ)কে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে। হবিগঞ্জের বাহুবলে ফ্রান্সে বিশ্ব নবী(সাঃ)কে নিয়ে কটুক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলামের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা বাহুবল বাজারে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন। মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন মাওলানা আব্দুল বারী আনছারী,মাওলানা আব্দুল হাই,মাওলানা আব্দুল কাইয়ূম জাকি,মাওলানা আব্দুল আহাদ প্রমুখ নেতৃবৃন্দ।