ফ্রান্সে বিশ্বনবীর (সা.) কে অবমাননা করায় পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
মহানবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর বিচার দাবি করে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। পঞ্চগড় জেলার খতমে নবুওয়ত সম্মলিত সংরক্ষণ পরিষদের ডাকে শুক্রবার জুম্মার নামাজের পর পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক এলাকা বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রেসিডেন্টের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখে পঞ্চগড় জেলার খতমে নবুওয়ত সম্মলিত সংরক্ষণ পরিষদের উপদেষ্টা মাওলানা মাহমুদুল আলী, ক্বারী আব্দুল্লাহ সাধারণ সম্পাদক, খতমে নবুওয়ত সম্মলিত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়. কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ,ন,ম আবদুল করিম, মুফতী আবু বকর খতিব পঞ্চগড় বাজার মসজিদ, জুবায়ের মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় মুসলমানদের হ্রদয়ে আঘাত করে। তাই ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে, একই সাথে ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন তারা এবং আগামি সংসদ অধিবেশনে সংসদে এর নিন্দা প্রস্তাব উৎথাপন করারও আহবান জানান বক্তারা।