হবিগঞ্জে চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রার্টিজ উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবার উদ্বোধন

সৈয়দ আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার।।হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রার্টিজ এর উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর দুপুরে প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রার্টিজ এর প্রেসিডেন্ট ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মোখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রার্টিজ এর ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম।