বাহুবলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক গভীর নলকূপ স্হাপন সরকারের অনন্য সাফল্য

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক ভাবে গভীর নলকূপ স্হাপন সরকারের অনন্য সাফল্য বহন করছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র ছাত্রীদর নিরাপদ পানীয় জল পানের সুযোগ সৃষ্টি সরকারের শিক্ষা ব্যাবস্হার অনন্য উদ্যোগ। বাহুবল উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী রোমন চন্দ্র রায় জানান ২০১৯-২০২০ অর্থ বছরে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানীয় জলপানের জন্য ৫ টি বিদ্যালয়ে গভীর নলকূপ স্হাপন করা হয়েছে। তিনি আরো জানান এ অর্থ বছরে পানি সরবরাহ প্রকল্পে ৪০ টি অগভীর নলকূপ ও ১০ টি গভীর নলকূপ স্হাপন চলমান রয়েছে এবং ৭২ টি অগভীর নলকূপ ও ১১০ টি গভীর নলকূপ স্হাপনের টেন্ডার হয়েছে। শীঘ্রই স্হাপন করা শুরু হবে।