ফ্রান্সে বিশ্বনবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে, পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে
পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) বিকেল ৩ টার দিকে পঞ্চগড় শেরে বাংলা পার্কে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাসূলের অবমাননা, মেনে নেওয়া হবে না। বিশ্বনবীর অবমাননা, সহ্য করা হবে না। ফ্রান্সের পণ্য বর্জন কর, করতে হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইত্যাদি বলে মিছিলে তারা শ্লোগান দেয়। মিছিলশেষে পঞ্চগড় শেরে বাংলা পার্কের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কারী মো: আব্দুলা সাধারণ সম্পাদক ইসলামি সংঘটন। কামরুল হাসান প্রধান শ্রমিক সংঘটনের সভাপতি। শুয়েল রানা সাধারণ সম্পাদক যুব ছাত্রদল। লিয়াকত আলী সভাপতি শাসনতন্ত্র ছাত্রদল। বক্তারা বলেন, নবীজীর ব্যঙ্গচিত্র এঁকে আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে। আমরা তা মেনে নিতে পারি না। এরজন্যে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জাতিসংঘের মহাসচিবের নিকট তারা এর বিচার দাবি করেন। এছাড়া তারা বলেন, আমাদের দেশে ফ্রান্স তাদের পণ্য বিক্রি করে ওই অর্থ দিয়ে আমাদেরকেই আঘাত করবে তা হতে দেওয়া যায় না। এসময় তারা সকল মুসলমানকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান।