বাহুবলে মোবাইল কোর্টে দু বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা।

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ও নতুন বাজারে জিসান বেকারি ও জুয়েল বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মিরপুরের জিসান বেকারিকে ও সিলগালা করা হয়েছে। ২৭ অক্টোবর মঙ্গলবার বিকালে মিরপুর বাজারে অবস্থিত জিসান বেকারি ও নতুন বাজারে অবস্থিত জুয়েল বেকারিতে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর লাইসেন্সবিহীন অবস্থায় এ দুটি বেকারি পাউরুটি, নানা ধরনের বিস্কুট, কেইক, টোস্ট ইত্যাদি পণ্য উৎপাদন-বিপণনের ব্যবসা চালিয়ে আসছিল। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ ময়দা, আটা, গুঁড়া দুধ, চিনি, তেল, ডালডা, জেল ইত্যাদি ছাড়াও পঁচা-ভাঙা ডিম দিয়ে বানানো হতো এসব পণ্য। উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ কোনো পণ্যের গায়ে ছিল না। কোনো অনুমোদন ছাড়াই নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে আসছিলেন বেকারির মালিকেরা। বিএসটিআইর কোনো অনুমোদন না থাকায় জিসান বেকারি সিলগালা করে দেয়া হয় এবং এর মালিক মশিউর আলম, পিতা মোঃ লাল মিয়া-কে ১ লাখ টাকা টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল স্নিগ্ধা তালুকদার। অপরদিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বিএসটিআই পণ্যের লাইসেন্স না থাকায় এবং লাইসেন্স নবায়ন না করায় জুয়েল বেকারির মালিক আব্দুল জলিল, পিতা মৃত হাজী লাল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন , সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবলখৃষ্টফার হিমেল রিছিল।