সরকারি সফরে দীর্ঘ ৮ মাস পর সিলেট এসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সিলেট প্রতিনিধি :: সরকারি সফরে দীর্ঘ ৮ মাস পর সিলেট এসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার দুপুর ১২টা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে আসেন মন্ত্রী।
এসময়ে মন্ত্রীকে এয়ারপোর্টে শুভেচ্ছা জানান, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ সামীম সহ নেতৃবৃন্দ।
সিলেটে ৫ দিনের সফরে সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভা ও নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন করবেন মন্ত্রী।
মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে সাথে রয়েছেন ব্যাক্তি কর্মকর্তা সাইফুল ইসলাম