বাহুবলের হাওর বেষ্টিত রউআইল গ্রামে দুর্গা উৎসবে নৌকা যোগে পৌঁছলেন এমপি কেয়া চৌধুরী

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের হাওর বেষ্টিত দূর্গম এলাকা রউলআইল গ্রামে দূ্র্গা উৎসবে নৌকা যোগে যোগদান করেন হবিগজ্ঞ – সিলেট মহিলা আসনের সাবেক এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। রউআইল গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রিয় নেত্রীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হন।২৬ অক্টোবর তিনি দিনভর বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় তাঁর সাথে তাঁর কন্যা শুকরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।