বাহুবলে শুভাকাঙ্ক্ষী, ভক্তদের নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপে এমপি কেয়া চৌধুরী

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে শুভাকাঙ্ক্ষী, ভক্তদের সাথে নিয়ে সিলেট -হবিগঞ্জ মহিলা আসনের সাবেক এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী২৫ অক্টোবর দিনব্যাপী উপজেলার লালপুর, হোসেনপুর, সুখচর, গাংধার আখড়া, মণ্ডলকাপন, বৃন্দাবন ও মধুপুর চা-বাগান, বাহুবল শারদীয় দূর্গা পূজা পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন পূজা মণ্ডপে হ্রদয়শ্পর্শী বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরজ্ঞন রায়, রাকেশ দাস সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।