বাহুবলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ২৫ অক্টোবর সন্ধ্যা রাতে নবমী তিথিতে মিরপুর,রশিদপুর,রামপুর,কামইছড়া,বড়্গাও,চিচিরকুট,চুনারুঘাট এর সাটিয়াজুরী,হবিগঞ্জের সুঘর সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাহুবল শাখার সাধারণ সম্পাদক নিখিল সাহা,সিনিয়র সহসভাপতি বিকাশ চন্দ্র দেব, লামাতাসী সভাপতি ক্ষিতিন্দ্র দেব, সম্পাদক নৃপেশ দেব মেম্বার, মিরপুর সম্পাদক শংকর দেব,উত্তম লৌহ দপ্তর সম্পাদক, সুবীর লৌহ প্রমুখ।