বাহুবলে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জননেতা এড, আলমগীর চৌধুরী

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা এড, আলমগীর চৌধুরী। ২৫ অক্টোবর দুপুরে বাহুবল উপজেলা সদর পূজা মণ্ডপ পরিদর্শন কালে তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ বেনু দেব,আওয়ামী লীগ নেতা ইলিয়াছ আখজ্ঞী,সাবেক উপজেলা যুব লীগের সভাপতি অলিউর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোছাবিবর শাহীন, বাহুবল সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, স্বেচছাসেবক লীগের আহবায়ক ফারুকুর রশীদ,যুব লীগের যুগ্ম আহবায়ক এম, রশিদ আহমদ, বদরুল আলম, উপজেলা ছাত্র লীগের সভাপতি জুনাইদ আহমেদ প্রমুখ।