হবিগঞ্জের করাঙ্গী নিউজ ডটকম পোর্টাল এট একযুগ পূর্তি অনুষ্ঠান

সৈয়দ আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর থেকে প্রকাশিত করাঙ্গী নিউজ ডটকম পোর্টাল এর এক যুগ পূর্তি পালিত হয়েছে। পোর্টালটির এক যুগ পূর্তি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়। এ সময় তিনি বলেন করাঙ্গীনিউজ নামে অনলাইন পত্রিকাটি ১২ বছর যাবত সুশীল সমাজ বিনির্মানে কাজ করছে শুনে সত্যি আমি অভিভুত হয়েছি। ‘করাঙ্গীনিউজ’ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজকে আলোকিত করবে এ প্রত্যাশা করি। ২৫ অক্টোবর সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন সংবাদ মাধ্যম করাঙ্গীনিউজের ১ যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলীর সভাপতিত্বে ও পত্রিকাটির বার্তা সম্পাদক কামরুল হাসানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, আলিফ সোবহান সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই ভুইয়া,এম সামছুদ্দিনমিরপুর ইউনিয়নের মেম্বার শামিম আহমেদ, গ্রীণ ফেয়ার স্কুলের প্রধান শিক্ষক ইয়াসিন খান, সাংবাদিক ফয়সল চৌধুরী, হামিদুল হক বুলবুল, শাহ মামুন, মোঃ জমির আলী প্রমুখ।