সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন মাদরাসা বাজার শাখার নি র্বাচন ৩১ ডিসেম্বরের মধ্যে

এম এ কাদির, বালাগঞ্জ ঃ
সিলেট জেলা সি এন জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৭০৭ অর্ন্তভূক্ত বালাগঞ্জ মাদ্রাসা বাজার শাখায় নিযুক্ত আহবায়ক কমিটির মেয়াদ চলতি বছরের ৩১ শে ডিসেম্বরের পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেশে কোভিড ১৯ মহামারী থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী যাবতীয় সাংগঠনিক কার্যক্রমসহ নির্বাচনি কার্যক্রম স্থগিত করা হয়। শাখার উপ পরিষদ নির্বাচন প্রদান সম্ভব না হওয়ার কারণে চলমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। দ্রুত শাখার নির্বাচনী প্রস্তুতী। সম্পন্ন করার শর্তে নিযুক্ত আহবায়ক কমিটির মেয়াদ চলতি বছরের ৩১ শে ডিসেম্বরের পর্যন্ত বৃদ্ধি করা হয়। গত ১৮/১০ /২০২০ ইং
সিলেট জেলা সি এন জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকারিয়া সাক্ষরিত এক পত্রে এ অনুমোদন প্রদান করেন। গত কাল নির্বাচনী প্রস্তুতী গ্রহণের লক্ষে মাদ্রাসা বাজার শাখা কার্যালয়ে আহবায়ক মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক ফখরুল ইসলামের পরিচালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদস্য সচিব গণি মিয়া, সদস্য লুৎফুর মিয়া,সিরাজুল ইসলাম মাছুম, প্রমুখ।