বাহুবলের বৃন্দাবন চাবাগানের মালিক কন্যার বদৌলতে চা-শ্রমিক সন্তানরা নতুন সাজে দুর্গাপূজা উদযাপন

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।।হবিগঞ্জের বাহুবল উপজেলার বৃন্দাবন চাবাগানের দানবীর মালিক হাফিজ মজুমদারের কন্যা রুনা মজুমদারের বদৌলতে এবারের দুর্গা পূজায় চা-শ্রমিকদের সন্তানরা নতুন জামা কাপড় পড়ে নতুন সাজে দুর্গা পূজা উদযাপন করছে। এ অনন্য অনুদান পেয়ে চা শ্রমিক পরিবার আনন্দে আত্মহারা। চা শ্রমিক সুত্র জানান বৃন্দাবন চা বাগানে দুর্গা পুজা উপলক্ষে মালিক রুনা মজুমদার ১ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের জামা কাপড় উপহার হিসাবে বাচছাদের হাতে তুলে দেন। এ উপহার পেয়ে আনন্দঘন পরিবেশে বাচ্চারা দুর্গা পূজা উদযাপন করছে।