বাহুবলর মিরপুরে টাক্টর চালককে মারধোরের ঘটনায় উত্তেজনা
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে এক টাক্টর চালককে মারধোরের ঘটনা নিয়ে শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে ২৪ অক্টোবর সকালে মিরপুরের অদূরে অবস্থিত মেসার্স সুজাত ব্রীকস এর মালিক সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আবদাল মিয়া তার ট্রাক্টর চালক কচুয়াদি গ্রামের মৃত নানু মিয়ার ছেলে সাদেক মিয়া (২৫) কে মারপিট করেন। এতে সাদেক মিয়া আহত হলে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যার পর থেকে মিরপুর বাজারে শ্রমিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা এখনও মিরপুরে অবস্থান করছে।