বাহুবলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত দ্বিতল ওয়াশ ব্লক হস্তান্তর

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ওয়াশ ব্লক নির্মাণের কাজ এগিয়ে চলছে। এ কাজ বর্তমান সরকারের সাফল্য বহন করছে। ইতিমধ্যে উপজেলার হরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মুড়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,লামাতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ওয়াশ ব্লকের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০ অক্টোবর দুপুরে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত দ্বিতল ওয়াশ ব্লক আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী রোমন চন্দ্র রায়,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ আব্দুল ওয়াহেদ, বিদ্যালয়র প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট টিকাদার।