বাহুবলে বেকারির দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ
স্টাফ রিপোর্টার:হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারের আবাসিক এলাকায় গড়ে উঠেছে জিসান বাংলা নামেএকটি অবৈধ বেকারি । এ বেকারিতে ব্যবহৃত বিষাক্ত ক্যামিক্যালের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ভোক্তা অধিকার বরাবরে অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের রাস্তায় অবস্থিত আবাসিক এলাকায় মুর্শেদ আলী নামের এক ব্যক্তি জিসান বাংলা নামে একটি বেকারি পরিচালনা করছেন। উক্ত বেকারিতে কাঠের লাকড়ি, রাবার জ্বালানী হিসেবে ব্যাবহার করার ফলে কালো ধোয়ায় বসবাসরত শিশু ও বৃদ্ধরা মারাত্মক শ্বাসকষ্ট আক্রান্ত হচ্ছে।অপরদিকে বেকারিতে তারা অভিযোগে আরো উল্লেখ করেন, বড় ধরনের ডিজেল চালিত মেশিন রাতে চালানোর ফলে শব্দ দূষনে স্কুল কলেজ পড়ুয়া আশপাশের শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে । এ ছাড়াও অপরিচ্ছন্ন ভাবে পঁচা ডিম ও পাম ওয়েল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এলাকাবাসী দ্রুত এর প্রতিকার চেয়েছেন।