বাগেরহাটে ৪বছরের শিশু ধর্ষনের চেষ্টা।
বাগেরহাট রামপাল উপজেলা প্রতিনিধি :ইমরানুর রহমান।
চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে এক বখাটে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে বাগেরহাট শহরতলীর একটি গ্রামে (খানজাহান পল্লী) এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত জিতু শেখ (১৭) পালিয়ে গেছে। বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।শিশুটির মা জানান, তার মেয়ে বিকালে বাগির পাশে খেলছিল। এসময় পাশের বাসার ভাড়াটিয়া মিরাজ শেখের ছেলে জিতু শেখ তাকে তাদের বাড়ির কাছে একটা ঘরের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তিনি মেয়েকে না দেখে জোরে জোরে চিৎকার করতে করতে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলের কাছে গেলে মেয়েটি কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে আসে।স্থানীয়রা বলেন, ঘটনার পর জিতু শেখকে ধরে পাশের একটি বাড়িতে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসতে দেরি হওয়ায় সে কৌশলে পালিয়ে গেছে। পরে পুলিশ এসে শিশুটির পিতা, মাতাসহ আত্মীয়দের সঙ্গে কথা বলেছে।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। শিশুটির সঙ্গে পুলিশ কথা বলেছে। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।