ফকিরহাটে ইউএনও’র হস্তক্ষেপে পুটিয়া খাল দখলমুক্ত।

ফকিরহাট উপজেলার পুটিয়া খাল উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়েছে। খালের স্বাভাবিক গতি ব্যহত করে দীর্ঘদিন ধরে কিছু অসাধু মাছ শিকারী খালের বিস্তৃর্ণ এলাকায় পাটা এবং জাল দিয়ে আটকে রেখেছিলোবিষয়টি সম্পর্কে অবগত হয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনাকালে মূলঘর ইউনিয়নের পুটিয়া খালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপিত পাটা এবং জাল অপসারণ শুরু হয়। তবে বৃষ্টির কারণে উচ্ছেদের কাজ বাধাগ্রস্থ হলেও তা আজ সকাল থেকে আবার শুরু করার নির্দেশ প্রদান করা হয়।বিস্তৃর্ণ এলাকাজুড়ে স্থাপিত অবৈধ এসব পাটা এবং জালের জন্য স্থানীয় জনগণ খাল দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহণ, বৃষ্টির জল নিষ্কাষণ, কৃষি ও মৎস চাষাবাদে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছিলেন।উপেজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ইতিপূর্বে অবৈধভাবে পাটা এবং জাল স্থাপনকারীদের স্ব স্ব জাল এবং পাটা অপসারণের নির্দেশনা প্রদান করা হয়েছিল। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আজ থেকে অভিযান শুরু হয়েছে। বৃষ্টির জন্য অভিযান বাধাগ্রস্ত হওয়ায় আজ এসকল পাটা এবং জালের একাংশ অপসারিত হলেও অনতিবিলম্বে বাকী জাল এবং পাটা অপসারণপূর্বক পুরো খাল জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে