নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জি.আর চালের ডিও বিতরণ

মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ (দিনাজপুর),প্রতিনিধিঃদিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারী সহায়তার জি,আর চালের ডিও বিতরণ করা হয়েছে। মঙ্গলার বেলা ১২টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান উপজেলার ৬৩টি মন্দিরের সভাপতি হাতে ৫শ কেজি করে চাউলের ডিও তুলে দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ,আইনুল হক,ছরোয়ার হোসেন,আসমান জামিল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।