পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ধারী (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । মঙ্গলবার(১৩ অক্টোবর ) সকালে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন সংলগ্ন টেংগনমারী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রেলস্টেশন সংলগ্ন ওই এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনের কাছাকাছি এসে পৌঁছালে রেল লাইনে অবস্থান করা ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে তার মাথা ও পা থেতলে যায় এবং ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে স্থানীয়দের ধারণা ওই ব্যক্তি মানসিক ভারসম্যহীন ছিল। ওই ব্যাক্তি এলাকার কেউ নয় বলে স্থানীয়রা জানায়। পঞ্চগড় সদর থানার ওসি তদন্ত জামাল হোসেন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।