পঞ্চগড়ে পুকুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে নুপুর আক্তার(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের পূর্ব ব্রমতল এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত নুপুর ওই এলাকার নাজিরুল ইসলামের মেয়ে। সূত্রে জানা যায়, আগামী শুক্রবারকে কেন্দ্র করে নাজিরুল ইসলামের বাড়িতে একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় বাড়ির কাজে সবাই ব্যস্ত থাকলে নুপুর খেলার ছলে বাড়ির পাশের পুকুরের ধারে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা নুপুরের খোঁজ নেয়া শুরু করলেও অনেকক্ষণ ধরে তার কোন খোঁজ না মেলায় এক প্রতিবেশি নুপুরকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনা স্থলে গিয়ে নুপুরকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নুপুরকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ নুপুরের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।