১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী রুটে নতুন ট্রেনের উদ্বোধন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, প্রাথমিকভাবে আমরা একটা তারিখ নির্ধারণ করেছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী ১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী রুটে আন্তঃনগর ট্রেন উদ্বোধন করা হতে পারে’। নতুন ট্রেন উদ্বোধনের বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।
রেলমন্ত্রী আরো বলেন, ‘এই রুটের মানুষদের দীর্ঘদিনের দাবির ফলেই পঞ্চগড়-রাজশাহী রুটে ট্রেন উদ্বোধন হতে যাচ্ছে। তবে ট্রেনটির নাম এখনো নির্ধারণ করা হয়নি’। এদিকে অন্য রুটে আরো নতুন কোনো ট্রেন দেওয়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে আমাদের অনেকগুলো মিটারগেজ কোচ এসেছে। এখনো অন্য রুটে নতুন ট্রেন দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। পরবর্তীতে চাহিদা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে’। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উত্তরাঞ্চলের মানুষজন। বর্তমান সরকার উন্নয়নের সরকার। রেল যোগাযোগ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে এই সরকারের আমলে।