বাগেরহাটে ৬০কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার।

বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করায় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড দিয়েছেন।
এ সময় দেড় মন কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়।
শনিবার বেলা ১২ টায় সদর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ অর্থদন্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম জানান, শনিবার উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৫ ধারা অনুযায়ী নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ ও সংরক্ষণের অপরাধে আল আমিন শেখকে তিন হাজার, মোঃ শাহিনকে তিন হাজার, মোঃ ইসমালকে দুই হাজার ও মোঃ জুয়েলকে দুই হাজার মোট ১০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয়া হয়। অভিযানের সময় চারটি দোকান থেকে নিষিদ্ধ প্রায় ৬০ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। উদ্ধারকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।