পঞ্চগড়ে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে ৫৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো: ভুতিপুকুর গ্রামের খাদেম উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (৩৩) ও শাহিনুর ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৩) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সাঈদ জানান, বৃহস্পতিবার রাতে ভুতিপুকুর গ্রামের খালের ব্রিজ নামক স্থানে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া থানার ওসির নির্দেশে সেখানে অভিযান চালানো হয়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। তবে পুলিশ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের কাছে প্লাস্টিকের ব্যাগে থাকা ৫৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে জানান তিনি। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেন।