পঞ্চগড়ে বিপুল পরিমাণ চোরাই মালসহ ২ জন আটক

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিপুল পরিমাণ চোরাই মালামালসহ দুই চোরকে আটক করেছে আটোয়ারী থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার তোড়িয়া ইউনিয়নের উত্তর সুখাতি গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে মোঃ ফরিদুল ইসলাম(২৩), অপরজন মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুয়েল দাসের ছেলে শুভ দাস (২০)।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন চুরির মালামালসহ দুই জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদের বিরুদ্ধে ৪৬১/৩৮০ ধারায় আটোয়ারী থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে। উল্লেখ যে, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে উপজেলার ফকিরগঞ্জ বাজারের মেসার্স মারিয়া ট্রেডার্স সহ অপর একটি দোকানে দু’টি টেলিভিশনসহ মনিহারী মালামাল চুরি যায়। খবর পেয়ে পুলিশ চুরির ঘটনা পরিদর্শন করেন।এবং আটোয়ারী থানায় চুরির মামলা দায়ের করেন।