দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে । তথ্য অধিকার সংকটে হাতিয়ার, সংকট কালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে, এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২৮ সেপ্টেম্বর সোমবার । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান হোসেন সোলাই, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
অনুষ্ঠানে বক্তারা তথ্য অধিকার এর বিভিন্ন দিক তুলে ধরে অবাধ-তথ্যপ্রবাহ নিশ্চিত করার দাবি জানান । অনুষ্ঠানে প্রধান অতিথি সোলাইমান হোসেন তার বক্তৃতায় বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে সমাজ অনেক এগিয়ে যায়। বিভ্রান্তিকর তথ্য পরিবেশন না করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান । তথ্য জনগণের অধিকার, এটি নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন ।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, তথ্য ভান্ডার যত সমৃদ্ধ করা যায়, দেশ ততো এগিয়ে যায় । উপজেলা পর্যায়ে এই ধরনের প্রোগ্রাম এই প্রথম । শতভাগ নিয়ম-নীতির ভেতর থেকে সঠিক তথ্য পরিবেশন করার জন্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি মুক্তাদির বিল্লাহ শিপন , দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব আহমেদ, সমবায় অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, কালের কন্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ ( তালাশ), ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল সহ উপজেলার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন।