বাগেরহাটে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ৪৫বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আলী নেওয়াজ গাজী (৫০) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নেওয়াজগাজী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বারদা গ্রামের মোঃ সিফাতুল্লাহ এর পুত্র।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) মোঃ শাহ-আলম ৪৫বোতল ফেন্সিডিল সহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।