পঞ্চগড়ে টিভির ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলায় ৩নং ইউনিয়নে ডুডুমারি গ্রামের শাহজাহানের ছেলে মো: উজ্জ্বল ইসলাম (২৩) নামে এক যুবকের বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডুডুমারি গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে ঝড়-বৃষ্টির কারণে নিরাপত্তার জন্য উজ্জ্বল তার ঘরের টিভির ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সেই সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হন। টের পেয়ে স্বজনরা প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উম্মে হুমায়রা তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।