পঞ্চগড়ে একই দিনে স্কুল ছাত্রীসহ দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে পৃথক এলাকায় মাসুমা বেগম (২৪) নামে এক গৃহবধূ ও রুনা আক্তার (১৩) নামে এক ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
মৃত মাসুমা নামে ওই গৃহবধূ পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল গ্রামের আনিছুর রহমানের স্ত্রী ও রুনা আটোয়ারী উপজেলার পূর্ব কাটালি এলাকার জাহেরুল ইসলামের মেয়ে। সে দারখোর দাখিল মাদ্রাসার ছাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খাসমহল গ্রামে মাসুমা নামে ওই গৃহবধূ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্বামী বাড়িতে না থাকায় সকালে তার শাশুড়ি তাকে ডাকতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। অপরদিকে, আটোয়ারীর পূর্ব কাটালি এলাকায় বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রুনা আক্তার পড়তে না বসায় তার মা তাকে বকা দেয়। এতে সে তার মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে বাড়ির পেছনে গাছে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে তার পরিবারের লোকজন। এরপর পুলিশকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ ও সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।