পঞ্চগড়ে নাতনীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শামসুল হক (৬৬) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত মুক্তিযোদ্ধা শামসুল হক ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশের পুকুরে তার ৭ বছরের নাতনী পড়ে যায়। এ সময় তাকে পুকুরের পানিতে ডুবতে দেখে ওই মুক্তিযোদ্ধা শিশুটিকে বাঁচাতে পানিতে নামে। এ সময় তিনি ও পুকুরের পানিতে ডুবে যান।
তাদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মুক্তিযোদ্ধা ও তার নাতনীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা শামসুল হককে মৃত ঘোষণা করেন। তবে তার নাতনী সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নিজ গ্রামে দাফন করা হবে বলে জানা গেছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ পুকুরের পানিতে ডুবে ওই মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।