ইবিতে ছাত্রী বিক্ষোভ : গোসল বন্ধ, পাইপে লাল পানি!

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)
দেশরত্ন শেখ হাসিনা হলের বিক্ষুব্ধ
ছাত্রীরা পানির দাবিতে দুই ঘন্টাব্যাপি
বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (১৮
সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টা থেকে সাড়ে
এগারোটা পর্যন্ত পানির জন্য হলের গেটে
আবাসিক ছাত্রীরা এ বিক্ষোভ প্রদর্শন
করেন।
জানা যায়, গত তিনদিন ধরে প্রায়ই পানি
সমস্যা হচ্ছে হলের পুরাতন ব্লকে। ফলে
শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার
হচ্ছেন। মঙ্গলবার রাতে পানি সমস্যা
তীব্র হলে ছাত্রীরা হলের প্রধান ফটকে
পানির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
হলের আবাসিক ছাত্রী জান্নাতুল
ফিরদাউস বলেন, আমাদের হলে প্রায়ই
পানি থাকে না। কিন্তু গত তিন দিন যাবত
এর প্রকোপ আরো তীব্র হয়। মঙ্গলবার
বিকাল থেকেই আমাদের ব্লকে কোন
পানি নেই। ফলে বাধ্য হয়ে আমরা
আন্দোলন করছি।
এদিকে হলের আরেক আবাসিক ছাত্রী
তমা খাতুন বলেন, ট্যাপ থেকে লাল রংয়ের
পানি বের হয়। যে পানি মুখে পর্যন্ত
নেওয়া যায় না। তীব্র গরমের মধ্যে পানি
সঙ্কটের কারণে গোসল এবং আনুষঙ্গিক
কাজ বন্ধ হয়ে গেছে। এছাড়া হলের পানি
সমস্যা ছাড়া আরো অনেক সমস্যার
অভিযোগ করলেন এই ছাত্রী।
এদিকে ছাত্রী বিক্ষোভের মুখে হল
প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান,
সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামান
এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
জুয়েল রানা হালিম ছাত্রীদরে সাথে
কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসময় ছাত্রীরা আজকে সন্ধ্যার মধ্যে
পানি সমস্যার স্থায়ী সমাধান না হলে
আবারও আন্দোলনের হুমকি দেন।
হল প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান
জানান, ‘পানির পাইপ লাইনে সমস্যার
কারণে ছাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
রাতে ইঞ্জিনিয়ার ক্যাম্পাসের বাইরে
থাকায় তাৎক্ষণিক কোন ব্যবস্থা করতে
পারিনি। আশা করি আজ সন্ধ্যার মধ্যেই এ
সমস্যার সমাধান হবে।