‘সবাই দায়িত্ব নিলে তামিম ভাইয়ের অভাব পূরণ হবে’

ক্রীড়া প্রতিবেদক :
বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে
আফগানিস্তানের মুখোমুখি হবে
বাংলাদেশ। এর আগেই চোটের কারণে
টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের
প্রাণ ভোমরা তামিম ইকবাল। ওপেনিংয়ে
বরাবরই বাংলাদেশ দলের বড় অস্ত্র
তিনি। কিন্তু এবার না তার না থাকাটাই
দলের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে কাজ
করবে।
তামিম না থাকায় টাইগাররা চিন্তিত,
কিন্তু ডান হাতি ব্যাটসম্যান মোহাম্মদ
মিথুন মনে করেন দলের সবাই যদি বাড়তি
দায়িত্ব নেয় তাহলে অবশ্যই তামিমের
অভাব পূরণ হবে।
সাংবাদিকদের মিথুন বলেন, ‘তামিম
ভাইয়ের না থাকা আমাদের জন্য অবশ্যই
অনেক বড় ধাক্কা। তবে আমি মনে করি,
তামিম ভাইয়ের জায়গায় যে নামবে সে
ভালো খেলবে। আমরা প্রত্যেকে বাড়তি
দায়িত্ব নিয়ে খেলতে পারলে তামিম
ভাইয়ের অভাব অবশ্যই পূরণ হবেই।’
আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে বড়
ভয়টা হলো আফগান স্পিনাররা। মিথুনের
মতে এই ভয়টাতে দূর করতে পারলেই
বাংলাদেশ ভালো খেলবে। তিনি
বলেন,‘আমার মনে হয় ভয় জিনিসটা
সবচেয়ে বড় শত্রু। যার জন্য এই ভয় কাটাতে
হবে। তাদের দুই-তিনজন বিশ্বমানের
স্পিনার আছে। আমাদের পরিকল্পনা
করতে হবে কীভাবে তাদের সামাল দেয়া
যায়। আমরা ওয়ানডেতে এগিয়ে আছি। মনে
হয় না চিন্তার কারণ আছে। শুধু স্বাভাবিক
খেলা খেলতে পারলে জয় আমাদেরই হবে।’