সিলেট থেকে জয়নাল আবেদীন : ইং ০২/০৪/২০২৫খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ, বালাগঞ্জ থানা, সিলেট এর দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ নাজমুল আলম, এএসআই(নিঃ) মোহাম্মদ হাবিবুল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা কালে অত্র থানাধীন ০৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের অন্তর্গত ইলাশপুর বাজারস্থ “এহসান ট্রেডার্স” এর সামনে বালাগঞ্জ টু সিলেট গামী পাঁকা রাস্তার পাশ হইতে অনুমান ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ জনৈক শংকু শব্দকর (৪৫), পিতা-মৃত অনিল শব্দকর, সাং-চরভিতা, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেটকে ধৃত করেন। পরবর্তীতে বিষয়টি উর্ধ্বন কর্তৃপক্ষকে অবহিত করিয়া বালাগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০৩/০৪/২০২৫খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয় এবং ধৃত আসামী শংকু শব্দকর (৪৫), পিতা-মৃত অনিল শব্দকর, সাং-চরভিতা, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেটকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।