1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শমশেরনগর হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তিন লক্ষ দশ হাজার টাকা অনুদান প্রদান বসন্তের শুরুতে ফাল্গুনের শোভা ছড়াচ্ছে শিমুল ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে লুমেলিসা এর উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ  বাংলাদেশ জাতীয়তাবাদি দল বি এন পির ৪ নং ইছাকলস ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মো: ফয়জুল করিম জাতীয়তাবাদি বি এন পি,ইছাকলস ইউনিয়ন সভাপতি মো আতিকুর রহমান নাম পরিবর্তন হলো পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মাসিক পবিত্র খতমে গেয়ারভী শরীফ ও দাওয়াতে খায়র মাহফিল। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক ৭ নং দয়ামীর ইউনিয়নের আওতাধীন ৫ নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা ওসমানীনগরে নিরাপদ মহাসড়ক ও সড়ক দুর্ঘটনা রোধে

বসন্তের শুরুতে ফাল্গুনের শোভা ছড়াচ্ছে শিমুল

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

শীতের জীর্ণতাকে বিদায় দিয়ে প্রকৃতি জুড়ে বইতে শরু করেছে ফাল্গুনের হাওয়া। স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে, ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। বছর ঘুরে ঋতু বৈচিত্রের ভিন্ন ভিন্ন রূপ পরিবর্তনের গন্ডি পেরিয়ে প্রকৃতি সেজেছে আবার নতুন রূপে। ফাগুনের ঝিরঝিরে বাতাসে কোকিলের মিষ্টি কলতানে মাতাল প্রকৃতি। ফাগুনের আগুন মানেই যেন শিমুল ফুল। শিমুলের ডালে ডালে লাল আগুন ছড়িয়ে প্রকৃতির বুকে যেন জানান দিচ্ছে, বসন্ত এসেছে প্রকৃতির কোলে।

ফাগুনের আগুনে বসন্তের ছোঁয়ায় মানুষের মন আর প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। পথের ধারে শিমুলের ডালে ডালে লাল টুকটুকে ফুল যেন প্রকৃতির অনন্য সৌন্দর্য। শিমুল ফুলের এমন নয়নাভিরাম সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের নজর কাড়ছে। সেই সাথে পাখিদের গুঞ্জন আর মৌমাছিদের আনাগোনা চোখে পড়ার মত দৃশ্য।

সরেজমিনে জেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, বেশিরভাগ এলাকায় রাস্তার ধারে, পুকুর পাড়ে, বাড়ির আনাচে-কানাচে, পতিত ভিটায় অথবা বন জঙ্গলে বেড়ে ওঠা শিমুল গাছগুলোতে নতুন কুড়ি ও ফুলে অধিকাংশ গাছ ফুল ফুটে রঙিন হয়ে আছে। শিমুল গাছগুলোর নতুন কুঁড়ি ও লাল ফুলে প্রকৃতি যেন অনাবিল আনন্দ ও নৈসর্গিক সৌন্দর্যের লীলা ভূমিতে পরিণত করেছে। মনে হয় যেন, বসন্তের প্রকৃতি যেন তার সব সৌন্দর্য উজাড় করে দিবে।

বারহাট্টা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জগলুল হায়দারের সাথে কথা বললে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ষড়ঋতুর বাংলাদেশে ঋতুর চারিত্রিক পরিবর্তন হচ্ছে। আর এর প্রভাব পড়ছে পরিবেশ ও প্রকৃতিতে। বসন্ত ঋতু আসার আগে শিমুল ফুল ফোঁটার পেছনেও আবহাওয়ার পরিবর্তণের প্রভাব পড়েছে। ফুল দেখলে সবার মন অব্যক্ত এক ভালোলাগায় ভরে যায়। দৃষ্টিনন্দন ফুলের মধ্যে শিমুলের আবেদন সৌন্দর্যপ্রেমীদের কাছে খুবই বেশি।

তিনি আরও বলেন, দুঃখের বিষয় এখন আর তেমন বেশি পরিমাণে শিমুল গাছ চোখে পড়ে না। তাই চোখ ফেরালেই বসন্তের রূপ আর ততটা দেখা যায় না। দূষণসহ নানা প্রতিকূল পরিবেশে এলাকার অধিকাংশ গাছ নিজেদের টিকিয়ে ব্যর্থ হয়ে নষ্ট হয়ে গেলেও প্রতি বছর বসন্ত এলে যতটুকু সম্ভব জানান দেয় প্রকৃতি তার রূপ বৈচিত্র্য হারায়নি এখনও। কিন্তু যে ভাবে গাছ নিধন চলছে সেই সঙ্গে বায়ু দূষণ ও পরিবেশ দূষণের ফলে বৈরি আবহাওয়ার সৃষ্টি হচ্ছে এসবের কারণে আগামী দিনে বসন্তের রূপের মাধুর্য ছিটে-ফোঁটাও থাকবে কি না? তা নিয়ে সন্দিহান।

জেলা সদরের সাতপাই এলাকার বাসিন্দা বাংলা বিষয়ের প্রভাষক বিজয় চন্দ্র দাস বলেন, আগের তুলনায় এখন শিমুল গাছের সংখ্যা প্রায় দুই তৃতীয়াংশ কমে গেছে। এর পরও এই গাছ নিধন হচ্ছে প্রতিনিয়ত। যে কারণে গ্রামবাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে অতি পরিচিত শিমুলগাছ। সকালে ঘুম থেকে উঠে শিমুলের চিরচেনা রূপ আর চোখে পড়ে না। আমাদের সবার উচিত শিমুলগাছের যত্ন নিয়ে এ গাছকে বাঁচিয়ে রাখা।

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাহেরুল ইসলাম বলেন, বৈশ্বিক দূষণ আর জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে ধীরে ধীরে প্রতিটি ঋতুই হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র্য আর সৌন্দর্য। প্রকৃতিকে তার স্বরূপ ফিরিয়ে দিতে প্রয়োজন পরিবেশদূষণ রোধ ও ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করা।

তিনি আরও বলেন, এখন আর শিমুল গাছ কেউ রোপণ করে না। শিমুল গাছ এমনিতেই জন্মায় তা দিনে দিনে বড় হয়ে একদিন বিশাল আকৃতি ধারণ করে। বসন্তে শিমুল গাছে রক্ত করবী লাল রঙে ফুটে উঠে দৃষ্টি কেড়ে নেয়। কিছুদিন পরে রক্তলাল থেকে সাদা ধুসর হয়ে তুলার জন্ম হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park