তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকালে হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিক্ষক মাসুদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অভিনুর ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, শেরপুর ও জামালপুর জেলা ব্যবস্থাপক মো. সোলাইমান হোসেন। প্রধান আলোচক ছিলেন, ময়মনসিংহ ‘ছ’ অঞ্চলের কালব ডিরেক্টর মো. সাইফুদ্দিন আহাম্মেদ সবুজ। শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রথম অধিবেশনে আলোচনা এবং দ্বিতীয় অধিবেশনে সমিতির আয়-ব্যয় হিসাব প্রদানসহ পরবর্তী বছরের বাজেট অনুমোদন করা হয়। অনুষ্ঠানের শেষদিকে উপস্থিত সদস্যদের মাঝে র্যাফেল ড্র-এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।