উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের নাম আবার ‘পঞ্চগড় রেলওয়ে স্টেশন’ ফিরে এসেছে ।
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্টেশনটির নাম পরিবর্তনের দাবি ওঠে। এর ফলে সরকারি নীতিমালা ও নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রায় ৬ মাস পর নাম পরিবর্তন হলো পঞ্চগড় রেলওয়ে স্টেশনের। নাম পরিবর্তনের সঙ্গে বদলে গেছে স্টেশনের কোডও। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রকাশিত নোটিশে নাম পরিবর্তনের বিষয়টি দেখা যাচ্ছে। নোটিশে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের ২টি ও পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের বর্তমান পরিবর্তিত নাম ও স্টেশন কোড পরিবর্তন হয়েছে। তাই বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন কোড বিএমএসএমের স্থলে পঞ্চগড় স্টেশন কোড পিসিজিএস করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের পর থেকেই স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ স্থানীয়রা। ১৯৬৭ সালে পঞ্চগড় রেললাইনটি তৈরি হয়। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে পঞ্চগড়-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক রেলমন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী থাকাকালে ২০১৯ সালে স্টেশনটির নাম পরিবর্তন করে নতুন করে তার ভাইয়ের নামে ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন’ রাখা হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ছিলেন সাবেক রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের বড় ভাই।
স্থানীয় জনগণের দাবি ও স্থানীয় ঐতিহ্য রক্ষার কথা মাথায় রেখেই স্টেশনটির নাম আবার ‘পঞ্চগড় রেলওয়ে স্টেশন’ ফিরে আসল।