সিলেট থেকে জয়নাল আবেদীন : ওসমানীনগরে নিরাপদ মহাসড়ক ও সড়ক দুর্ঘটনা রোধে তামাবিল হাইওয়ে থানার উদ্যোগে মতবিনিময় সভায়।
উপস্তিতি তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ মো: হাবিবুর রহমান ওসমানীনগর টাফিক বিভাগের টি আই মো : দিলোয়ার হুসেন, সাজের্ন্ট সাহেদ আহমেদ, অফিসার রুদ্র, সৌদিয়া কোচ সার্ভিসের সিলেটের
জি এম Sarowar alom স্যার।
ওসমানী নগর উপজেলা বিএনপির সভাপতি, দয়ামির ইউনিয়নের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মুক্তার আহমদ বকুল, তাজপুর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, সিলেট শ্রমিক সংগঠনের কার্যকরি পরিষদের সভাপতি সাহেব আলী, সৌদিয়া বাস কাউন্টার তাজপুর বাজার পরিচালক ইব্রাহিম খান ইমন, তাজপুর কদমতলা সিএনজি শাখার সাধারণ সম্পাদক নেফুর মিয়া, তাজপুর বাজার সিএনজি শাখার সভাপতি নরুল ইসলাম, ওসমানী নগর উপজেলা জামাত নেতা আনোয়ার হোসেন,। জাহেদ আহমেদ, ওসমানী নগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমেদ, ওসমানী নগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ, আমার দেশ পত্রিকার ওসমানী নগর উপজেলা পতিনিধি সাইফুল এম রেফুল সহ বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনের ওসমানী নগর শাখার সদস্য,আশরাফ সহ ওসমানী উপজেলা বিএনপি – যুবদল ও ছাত্রদলের সদস্য বিন্দ উপস্থিত ছিলেন।