হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে হত্যা মামলার আসামী শাওন(১৩),শহীদ (১৫) ও শিবলু(২২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ হাদি আব্দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ১৩ ই নভেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রাম নিবাসী সুয়েল মিয়ার ছেলে হত্যা মামলার আসামী শাওন মিয়া(১৩) ও কাওছার মিয়ার ছেলে শহীদ আলম (১৫) কে গ্রেপ্তার করেছেন (জন্নাথপুর থানার মামলা নং-০৩, তাং-০৩/১১/২০২৪ইং,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪/ ৫০৬(২)/৩০২/ ৩৪পেনাল কোড)। অপর দিকে একই দিন দিবাগত রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ সাকিব হোসেন সহ একদল পুলিশ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রাম নিবাসী শাহাব উদ্দিন এর ছেলে হত্যা মামলার আসামী শিহাব উদ্দিন (২২) কে গ্রেপ্তার করেন ( জগন্নাথপুর থানার মামলা নং০২,তাং-০২/১১/২০২৪ইং,ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড)। গ্রেপ্তারকৃত আসামীদের ১৪ ই নভেম্বর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ।