হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী প্রতিনিধি
২০২৪ – ২৫ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধির জন্য নীলফামারীর জলঢাকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়।
মঙ্গলবার বিকালে কৃষিই সমৃদ্ধি এই শ্লোগান কে সামনে উপজেলা কৃষি অফিস হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কতৃক সার ও বীজ বিতরন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার। বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা
কৃষি সম্প্রসারন কর্মকর্তা আসাদুজ্জামান,অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম, প্রমুখ।
সভায় রবি মৌসুমের বিভিন্ন ফসলের সার ও বীজ বিতরন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার।