1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সব ধরনের দূর্নীতিকে প্রতিরোধ করে আন্তরিকতার সাথে কাজ করতে হবে- জেলা উন্নয়ন সমন্বয় সভায় সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জগন্নাথপুরে আ,লীগ নেতার বিরুদ্ধে অতর্কিত হামলা সহ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এর অভিযোগ সব ধরনের দূর্নীতিকে প্রতিরোধ করে আন্তরিকতার সাথে কাজ করতে হবে- জেলা উন্নয়ন সমন্বয় সভায় সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কমলগঞ্জে মৌলভীবাজার সমিতি সিলেট এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা ফ্রান্স এর উদ্যোগে বন্যা কবলিতদের মাঝে নগদ অর্থ বিতরণ8 জগন্নাথপুরে মাদকাসক্ত দুই জনের ৭ দিনের জেল বকেয়া ভাতা ও প্রভিডেন্ট ফান্ড পরিশোধের দাবীতে শাহজালাল মহাবিদ্যালয় এর প্রভাষকদের মানববন্ধন সানন্দবাড়িতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্টিত কমলগঞ্জে শমশেরনগর হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কমলগঞ্জে শমশেরনগর হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গতদের স্বাস্থ্য সেবায় শমশেরনগর হাসপাতালের পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা কমলগঞ্জ দাখিল মাদরাসায় বৃটেন প্রবাসী গবেষক কবি সৈয়দ মাসুম, মঈনুল ইসলাম খাঁন, এ.কে.এম জিল্লুল হক, ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলী, সৈয়দা সানজিদা বেগম, ডাঃ কামাল আহমেদ, মোস্তাক আহমেদ, শেখ এম শাহিন শাহেদ ও মোঃ আতিকুর রহমানের আর্থিক সহযোগিতায় কমলগঞ্জ পৌরসভা এবং সদর ইউনিয়নের ৫শতাধিক মানুষকে এ চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

নব প্রতিষ্ঠিত শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী’র নেতৃত্বে ও যুগ্ম সদস্য সচিব হেলাল উদ্দিনের সমন্বয়ে ডাঃ গৌরব পাল, ডাঃ শোভন সেন, ডাঃ সুদীপ কুমার সিনহা, বিমল পাল, সনজিত সিং ও লিলি রানী দাশ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন।

কমলগঞ্জ দাখিল মাদ্রাসার ব্যস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, শমশেরনগর হাসপাতাল কমিটির সহ-সভাপতি আব্দুস সহিদ, সৈয়দ আমিরুল ইসলাম কয়সর, অর্থ সম্পাদক আব্দুল মুত্তাকিন, জনসংযোগ সম্পাদক মোঃ মুজিবুর রহমান চৌধুরী, মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বাংলাদেশ/অভ্যন্তরীন) সালেহ আহমদ (স’লিপক), সদস্য মোঃ ফখরু চৌধুরী, বাচ্চু সেন শর্মা, সাবেক পৌর মেয়র হাসিনা আফরোজ চৌধুরী, মোঃ কাওছার শোকরানা নান্না, সৈয়দ ইব্রাহিম আহমদ, দুরুদ আহমদ মাষ্টার, ব্যবসায়ী আনহার আহমদ, মাসুক আহমদ, আবু তালেব, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল, এড. কামরুল ইসলাম, সমাজসেবক রাসেল হাসান বক্ত, রাজন রবিদাশ আবুল হোসেন, আব্দুর রহিম, জমির আহমদ জয়, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, সালাহ উদ্দিন শুভ সহ হাসপাতাল কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়াও পঞ্চব্রিহী ধানের আবিস্কারক বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী কবি ও লেখক ডঃ আবেদ চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন উদ্বোধনী বক্তব্যে বলেন, সরকারী সাহায্যের পাশাপাশি বিভিন্ন সংগঠন বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। এর মাঝে শমশেরনগর হাসপাতাল মেডিক্যাল টিম বিভিন্ন এলাকা ঘুরে স্বাস্থ্য সেবার কাজ করছে। তা প্রসংশার দাবি রাখে।

মেডিকেল ক্যাম্প বিষয়ে বিভিন্ন বিষয়ে জেনে নিয়ে অভিমত প্রকাশ করে পঞ্চব্রিহী ধানের আবিস্কারক বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী কবি ও লেখক ডঃ আবেদ চৌধুরী বলেন, আমি শমশেরনগর হাসপাতালের কার্যক্রম সম্পর্কে যতটুকু জেনেছি বা জানতে পেরেছি, তা খুব প্রশংসনীয়। আগামীতে আমিও এসব কার্যক্রমে যুক্ত থাকতে চাই।

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রবাসীদের সহায়তায় করা হয়েছে অলাভজনক শমশেরনগর হাসপাতাল। এ দায়িত্বের অংশ হিসেবে শমশেনগর হাসপাতাল মেডিক্যাল দল এ বন্যায় সরেজমিন বিভিন্ন এলাকায় গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করে বিনামূল্যে ঔষধ বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park