রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার (২৯আগস্ট) বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফেনী, নোয়াখালী, চট্রগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষজনদেন মধ্যে অর্থ সহায়তা তুলে দেওয়ার লক্ষে উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের কয়েকজন ফুটবল প্রেমী এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। খেলায় নেত্রকোনা জেলা ফুটবল একাদশ বনাম ধর্মপাশার হাওর টেক্স স্পোটিং ক্লাব ১-১গোলে ড্র করেছে। প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে বন্যার্তদের সহায়তার জন্য দর্শকদের কাছ অর্থ সহায়তা গ্রহণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার খায়রুল বশর ঠাকুর খান, গোলাম মৌলা, সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া প্রমুখ।