প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
এএসটি সাকিল:- ভোলার বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ, এ স্লোগানে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফরুল্লাহ চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারুন নেসা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হিরা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা । প্রথমে র্যালী ও আলোচনা শেষে পোনা অবমুক্ত করা হয়। ৫ জন সফল মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মোঃ আলাউদ্দিন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ শহিদ আল হেলাল, মেরীন ফিসারিজ কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য খামারিরা। এছাড়াও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি,মর্নি পোস্ট, জেলা প্রতিনিধি দৈনিক আজকের ভোলা পত্রিকার বোরহানউদ্দিন ব্যুরো চীফ আরিফ পণ্ডিত, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান পণ্ডিত।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2024 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.