প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
ভোলা-২ আসনের ৮২ ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম ” ব্যালট যাবে ভোরে।
এএসটি সাকিল:- বোরহানউদ্দিন ও দৌলতখান দুটি উপজেলা নিয়ে গঠিত ভোলা ২ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এ আসনের বোরহানউদ্দিন উপজেলার ৮২ টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এসব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে ভোট কেন্দ্রে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান জানান, বোরহানউদ্দিন উপজেলায় ইউনিয়ন ও পৌরসভায় মোট ৮২ টি ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আগামী কাল ৭ জানুয়ারী ভোরে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেওয়া হবে।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১২১৬৪। তার মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১০১৮৪১। পুরুষ ভোটার সংখ্যা ১১০৩২১। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে বোরহানউদ্দিন উপজেলায় ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া স্ট্রাকিং ফোর্স হিসেবে ১ প্লাটুন বিজিবি, ১০২ জন নৌ বাহীনি, র্যাব, পুলিশের ৮ টি মোবাইল টিমসহ ও আনসার সদস্য ৯৮২ জন নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও প্রতি কেন্দ্রে পুলিশ রয়েছে। আগামী কাল ভোরে প্রতি কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেওয়া হবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2024 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.