বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসের শুরু হয় ভোরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর র্যালি বের করা হয়। র্যালিটি ডৌয়াতলা বাজারের মূল সড়ক প্রদক্ষিন করে মাঠে এসে শেষ হয়। এরপর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে কলেজ মাঠে মনোরম কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদশর্ন করা হয়।
বেলা ১১ টায় ডৌয়াতলা কলেজ অডিটোরিয়ামে শুরু হয় আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কবিতা ও রচনা প্রতিযোগিতা এবং দোয়া অনুষ্ঠান।
কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মিলন কৃষ্ণ হালদার ও সহকারী অধ্যাপক নূর হোসেনসহ অনেকে। এছাড়াও দিবস উপলক্ষে কলেজের শিক্ষার্থীরা বক্তব্যে অংশ গ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে বামনার শ্রেষ্ঠ অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসে শানিত হয়ে তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাস ছড়িয়ে দিতে হবে। আমাদের স্বাধীনতাকে মজবুত করতে হবে। কেউ যেন তা ভূলন্ঠিত করতে না পারে।”
পরে বিজয় দিবস উপলক্ষে কবিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।