বরগুনা (বামনা) প্রতিনিধি
বামনা থানা পুলিশ ও বরিশাল আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই দুর্ধর্ষ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার ঢুষখালী গ্রামের আবদুল কাদের ওরফে ধলু খাঁর ছেলে মো. বেল্লাল খাঁ (৩৬) ও একই উপজেলার সোনাখালী গ্রামের মো. রত্তন হাওলাদার এর ছেলে মো. মিলন খাঁ (২৮)।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ওসি মো. মাইনুল ইসলাম।
এর আগে গতকাল বরিশাল এপিবিএন পুলিশ বামনা থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানা এলাকায় বেল্লাল ও মিলন নামের দুই ডাকাত আত্মগোপনে রয়েছে।
এমন সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুপুর ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই ডাকাত দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আন্তঃজেলা ডাকাতির সঙ্গে যুক্ত রয়েছে।
ডাকাত বেল্লাল খাঁ এর বিরুদ্ধে বামনা থানাসহ পার্শ্ববর্তী থানাগুলোতে ৫ টি ডাকাতি মামলা, ১ টি অস্ত্র মামলা, ১ সিঁধেল চুরি মামলা, ১ টি হত্যা চেষ্টা মামলাসহ মোট ৮ টি মামলা রয়েছে। অপরদিকে ডাকাত মিলন খাঁ এর বিরুদ্ধে বামনা থানাসহ পার্শ্ববর্তী থানাগুলোতে ৩ টি ডাকাতি মামলা, ১ টি দস্যুতা মামলা, ১ টি অন্যান্য মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। এর মধ্যে সে বামনা থানায় ১ টি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাছাড়াও ডাকাত বেল্লাল ও মিলন বামনা থানাসহ পার্শ্ববর্তী থানায় অটোরিক্সা ছিনতাই এর সাথে জড়িত।
গত ২০ নভেম্বর বরগুনা জেলার বামনা উপজেলার পূর্ব বলইবুনিয়া গ্রামের আবু হানিফর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বামনা থানায় মামলা হয়, যার মামলা নং-০৯ (১১)২০২৩। ঐ মামলার সন্দেহভাজন আসামী ছিলেন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ বেল্লাল খাঁ (৩৬) এবং ডাকাত মোঃ মিলন খাঁ (২৮)।
উল্লেখ্য যে, উক্ত ডাকাতির ঘটনায় ২০ নভেম্বর রাতে ১৩টি মামলার আসামী ডাকাত সরদার মালেককে স্থানীয় জনতা একটি দেশীয় তৈরী লোহার পাইপগানসহ গনধোলাই দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করে।
কীভাবে গ্রেফতার হলেন জানতে চাইলে মিলন বলেন, ‘এক নারী পুলিশ সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পরিচয় দিয়ে প্রথমে আমার মোবাইল ফোনে কল করে। তারপর কথা বলতে বলতে প্রেম হয়। তার সঙ্গে দেখা করার জন্য সহযোগী বেল্লালকে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আসি। তখন পুলিশ গ্রেপ্তার করে।’
-
বামনা থানার ওসি মো. মাইনুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা দুই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদক সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি।’