এম এ কাদির, বালাগঞ্জ :
বালাগঞ্জে দুই বছরে ও শেষ হয়নি ৯০০ মিটার একটি রাস্তার মেরামত কাজ। যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।
জানাযায় বালাগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে দেওয়ান বাজার ইউনিয়নের সিলেট – সুলতান পুর সড়কের বীর প্রতীক এনামুল হক চৌধুরী ফটক থেকে শাহ সুলতান মাদরাসা ভায়া দয়ামীর দেওয়ান বাজার সড়কে সংযুক্ত সুলতানপুর জামে মসজিদ পর্যন্ত মাত্র ৯৬০ মিটার রাস্তা ২০২১/২০২২ অর্থবছরে দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে
মেরামত কাজ পায় নাহার এন্টারপ্রাইজ নামে একটি নির্মাণ প্রতিস্টান প্রাক্কলিত অর্থের পরিমাণ ছিল ৩২ লাখ টাকা।
২ বছর পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান
সড়কের মেরামত কাজ সম্পন্ন করতে পারেনি
ইটের কংক্রিট পেলে কাজ বন্ধ করে রাখা হয়।।
স্থানীয় সমাজকর্মী সুলতান পুর গ্রামের ইমরান কবির চৌ:,ও হানিফ আলী জানান সড়কে খোড়াখুড়ি ও ইটের কংক্রিট ফেলে রাখায় দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ, হযরত শাহ সুলতান মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিস্টানে যাতায়াতকারী শিক্ষার্থীসহ এলাকাবাসী যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন,
দ্রুত এ জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী কর্মকর্তা
মোস্তাকীম শরীফ সাঈদ
জানান উক্ত সড়ক মেরামত কাজের ঠিকাদারী প্রতিস্টান নাহার এন্টারপ্রাইজ কে দ্রুত কাজ সম্পন্ন করতে চিঠি দেওয়া হয়েছে।শিঘ্রই কাজ শুরু না করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে
দরপত্র বাতিল করে নতুন ঠিকাদারি প্রতিস্টানের মাধ্যমে উক্ত সড়কের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা হবে।