ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুরী গ্রামের আব্দুল গনির ছেলে মোঃ হারেছ মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বরন করেন। গতকাল বুধবার রাত ১ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এমদাদুল হকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়াডের ইউপি সদস্য মোঃ কামরুল হাসান।
ধর্মপাশা থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হারেছ মিয়া পাশের গ্রাম চকিয়াচাপুর তার চাচার বাড়িতে থাকতো, অটোরিকশাটি গতকাল রাত সাড়ে ১০টার দিকে চার্জে দেন। রাত ১ টার দিকে অটোরিকশাটি চার্জ হচ্ছে কি না, তা দেখতে গিয়ে গাড়িতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন হারেছকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি তিনি জানতে পেরেছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।